অভিযান ও মামলা সংক্রান্ত তথ্যঃ
# নিয়মিত মামলার আসামীর বিবরণ
০১ । মোঃ কালাম (৩৪), গ্রেফতার, পিতা হুসেন আলী , মাতা মৃত হাসিনা বেগম , সাং দক্ষিন গোলাইডাংগা , ওয়ার্ড নং ০১ ইউ পি বলধারা ,থানা সিংগাইর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ২২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয় । আসামীর বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪, তারিখ ০৮/০১/২৫ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
মোবাইল কোর্টের তথ্যঃ
২। মো শামীম দেওয়ান (৩২),পিতা: মো বাচ্চু দেওয়ান,মাতা: শাহনাজ বেগম, সাং : চারিগ্রাম, (মাঝিপাড়া),পো: চারিগ্রাম,থানা: সিংগাইর,জেলা: মানিকগঞ্জ তার বসতঘর হতে ০১ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাবিবুর রহমান কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস