Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৭/১২/২০২৩, অভিযান: ০৫ টি, মামলা- ০২টি আসামী ০২ জন। # আলামত :ইয়াবা ট্যাবলেট (১৩০ +১০)১৪০ ( একশত চল্লিশ) পিস।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ০১। ময়না বেগম(৩৬), স্বামী  মোঃ শহর আলী,  পিতাঃ কুদ্দুস দেওয়ান, মাতা :জয়নব বেগম ),   সাং দক্ষিণ  আয়নাপুর,  ওয়ার্ড  নং০৪ ,ইউপি : তিল্লী পোঃ তিল্লী, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ  এর বসতঘর তল্লাসী করে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট সহ  তাকে গ্রেফতার করা হয়।  ময়না বেগম (৩৬) এর বিরুদ্ধে   সাটুরিয়া  থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।   সাটুরিয়া থানার  মামলা নং ০৫, তারিখ ০৭/১২/২৩। এবং  আসামি ২। মোঃ রুবেল মিয়া (২৮), পিতা: মৃত মাহমুদ আলী, মাতা আয়শা বেগম, সাং উত্তর  আয়নাপুর,ওয়ার্ড  নং ০৩, ইউ পি তিল্লী, থানা সাটুরিয়া,  জেলা মানিকগঞ্জ  তার বসতঘরে ইয়াবা ট্যাবলেট  সেবনরত অবস্হায়  ১০ পিস,  ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।   উপজেলা  নির্বাহী  অফিসার ও    এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  জনাব  শান্তা  রহমান  মহোদয়,  কর্তৃক  মোবাইল কোর্টের মাধ্যমে   আসামীকে ০৬ মাসের ভেনাম কারাদণ্ড  ও ২০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ।  মোবাইল কোর্টের আসামিকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে । এবং নিয়মিত মামলার আসামিকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
07/12/2023
আর্কাইভ তারিখ
31/03/2024