বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। কুব্বাত আলী (৪১), পিতা মৃত নওয়াব আলী বেপারী, মাতা মৃত হাছনা বেগম, সাং ঝিটকা কলাহাটা, ওয়ার্ড নং ০৮, ইউ/পি- গালা, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জকে তাহার নিজ দখলীয় বসতঘরে আটকপূর্বক বসতঘর ও আসামীর দেহ তল্লাসী করে ৩০০(তিনশত) গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নম্বর: ০৫; তারিখঃ ০৭/০২/২০২৪।
২। শিপন বিশ্বাস (২৮), পিতা মৃত আকতার বিশ্বাস, মাতা শেফালী বেগম, গ্রাম- বাংগালা, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জকে তাহার নিজ দখলীয় বসতঘরে গাঁজা সেবনরত অবস্থায় ১০০(একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/-(দুইশত) টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস