বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মোছা: মনিরা আক্তার(২০), স্বামী শামীম মিয়া ওরফে বাবু, মাতা : সামেলা বেগম, ২। শামীম মিয়া ওরফে বাবু(২৩) পলাত), পিতা: মোঃ শাহজাহান, মাতা সেলিনা বেগম, সর্ব সাং ঝিটকা মধ্যপাড়া, ওয়ার্ড নং ০৯, ইউ পি :বাল্লা, থানা হরিরামপুর , জেলা মানিকগঞ্জ দ্বয়ের বসতঘর তল্লাসী করে ২০০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ নং আসামীকে গ্রেফতার করা হয়। ০ ১ নং আসামীর স্বামী ০২ নং আসামী শামীম মিয়া ওরফে বাবু(২৩) পলায়ন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি । হরিরামপুর থানার মামলা নং ০৩(১১)২০২৩, তারিখ ০৬/১১/২০২৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস