বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী মো: ফারুক হোসেন (২৪), পিতা- মো: ফেরদৌস , মাতা বুলবুলি,, সাং কাটিগ্রাম, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১৩০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি শেখ মেহেদী আজমীর (৩৪) পিতা শেখ ইমাম হোসেন মাতা সুফিয়া বেগম সাং নারিকুলী, থানা ও জেলা মানিকগঞ্জ কে তার বসতঘর হতে ১২০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় । আসামি সুজন(২১), পিতা মৃত সোহেল, মাতা রুপালী বেগম, ছোট নিলুয়া, থানা ঘিওর, জেলা মানিকগঞ্জকে পশ্চিম দাশড়া লিটনের মার্কেটের উত্তর পাশে পরিত্যাক্ত জায়গায় গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামী ফারুক হোসেন ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-( একশত ) টাকা অর্থদণ্ড করা হয়, আসামী মেহেদী আজমীর(৩৪) কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ / ( দুইশত) টাকা অর্থদণ্ড করা হয় এবং আসামী সুজন (২১) কে০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ / ( একশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস