Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৫/১১/২০২৩ অভিযান: ০৯ টি মোট মামলা-০৩ টি ( মোবাইল কোর্ট-০২, নিয়মিত- ০১) আসামী: ০৩ জন (গ্রেফতার) আলামত : বুপ্রেরনফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশন (০২ + ০২+ ০৮)= ১২(অ্যাম্পুল), ২৪ মিলিলিটার ।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয,  মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়া আসামি  ১। রাজিব আহমেদ (৩১),  পিতাঃ মৃত  আমজাদ হোসেন, মাতাঃ সুফিয়া খাতুন,গ্রামঃ ৪৪৫, পশ্চিম দাশড়া, থানা + জেলাঃ মানিকগঞ্জকে পূর্ব দাশড়া সিদ্দিক নগর এলাকা থেকে ০২(দুই) অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়। আসামি ২। মোঃ রাসেল মিয়া ( ৩২), পিতাঃ মোঃ মোজাফফর মিয়া,  

মাতাঃ কাজল বেগম, সাং বেউথা, থানা + জেলা- মানিকগঞ্জকে পূর্ব দাশড়া সিদ্দিক নগর এলাকা থেকে ০২(দুই) অ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়। আসামি ৩। এনামুর রহমান চৌধুরী ওরফে রাফসি (৩২) , পিতা-  মোহাম্মদ আলী চৌধুরী, মাতা- রোজী চৌধুরী, থানা ও জেলা - মানিকগঞ্জকে তার বসতবাড়ি থেকে ০৮ (আট) অ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়।


ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2023
আর্কাইভ তারিখ
30/04/2024