বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি (১) রিফাত হোসেন ওরফে রাব্বি (২৫),, পিতা- আাব্দুর রশিদ, , মাতা- রেবেকা সুলতানা , সাং পশ্চিম দাশড়া, , ওয়ার্ড নং ০৬ থানা ও জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতঘর তল্লাসী করে ০১ ( এক) কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় উদ্ধারকৃত গাঁজার প্রকৃত মালিক সোহান। সে মোতাবেক অভিযান পরিচালনা করে আসাম (২) মোঃ সোহান সরকার (২২),পিতাঃ মোঃ বাবুল সরকার, মাতা আমেনা বেগম, সাং পশ্চিম বান্দুটিয়া, থানা ও জেলা রাজবাড়ী কে ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০ তারিখ:০৫ /০৫/২৩ ইং। আসামি (৩)মোঃ আব্দুর রাজ্জাক (২৮), পিতা মোঃ সাহেব আলী, মাতা তারাজান, সাং মানরা ওয়ার্ড নং ০১, মানিকগঞ্জ, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ৫০ পিস ইয়াবা সহ সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে , মামলা নং ১১ তারিখ ০৫/০৫/২০২৪ ইং।আসামি(৪)তারা মিয়া (৫০), পিতা- মৃত জবেদ আলী , মাতা ফুলজান বিবি,, সাং উত্তর সেওতা, থানা ও জেলা মানিকগঞ্জকে ১০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামি (৫) সালমান ইসলাম (২২) পিতা মোঃ দরবেশ আলী, মাতা হাজেরা পারভীন, সাং কুশের চর, থানা ও জেলা মানিকগঞ্জ কে ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে আসামী তারা মিয়া ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০/-( দুইশত পঞ্চাশ ) টাকা অর্থদণ্ড করা হয়। এবং আসামী সালমান ইসলাম (২২) কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ / ( দুইশত) টাকা অর্থদণ্ড করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস