Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৫/০৩/২০২৪ অভিযান: ০৬ টি মমলা- ০৩ টি,আসামী ০৩জন। # আলামত : ১। গাঁজা(১১০+১০৫)= ২১৫ গ্রাম। ২। ইয়াবা ট্যাবলেট ১৬০ পিস।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। কাজল মিয়া   (৪৫), ,পিতা  মৃত  আজগর আলী,    মাতা  আমেনা বেগম  , সাং  বার্তা  , থানা ও জেলা মানিকগঞ্জকে  তার বসতঘর হতে ১১০  গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার  করা হয়। ২।   লাল চান (৩৬),পিতা মৃত  আব্দুল হক  , মাতা  বাছাদন  বেগম  , সাং বার্তা   , থানা ও জেলা মানিকগঞ্জকে গাঁজা সেবন রত অবস্হায় ১০৫ গ্রাম গাঁজা সহ  তাকে গ্রেপ্তার করা হয়।  মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড,  ও সর্বমোট   (৩০০/ +২০০/) =৫০০/অর্থ দন্ড  প্রদান করা হয়।   ৩। আব্দুছ ছালাম (২৪), পিতা  মৃত আলেক মিয়া, মাতা ছালেহা বেগম, সাং বড়বাকা দক্ষিণ  পাড়া, থানা সিংগাইর,  জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে অবস্থানরত অবস্থায় তার দেহ তল্লাশি করে  ১৬০ পিস ইয়াবা  ট্যাবলেট সহ  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং ০৫  তারিখ  ০৫/০৩/২০২৪।   আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে



ডাউনলোড
প্রকাশের তারিখ
05/03/2024
আর্কাইভ তারিখ
31/07/2024