Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৫/০২/২০২৪ অভিযান: ০৬ টি মামলা- ০৪ টি আসামী-০৪(চার) জন। আলামত: হেরোইন ৫.৫ গ্রাম।
বিস্তারিত

 বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি  

১। মোঃ  তারেক মিয়া  (৪১), পিতা মোঃ তারা মিয়া,  মাতা রিজিয়া বেগম , সাং পূর্ব দাশড়া , থানা ও জেলা মানিকগঞ্জকে পূর্ব দাশড়া এলাকাস্থ যোগানন্দ আশ্রমের পিছনে বাগানের মধ্যে হেরোইন সেবনরত অবস্থায় ০২(দুই) গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। 

২। দেওয়ান মঞ্জুর আলম@ মিল্টন (৪০), পিতা মৃত দেওয়ান শাহ আলম , মাতা মনিরা আক্তার , সাং পূর্ব দাশড়া , থানা ও জেলা মানিকগঞ্জকে পূর্ব দাশড়া এলাকাস্থ যোগানন্দ আশ্রমের পিছনে বাগানের মধ্যে হেরোইন সেবনরত অবস্থায় ০১(এক) গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার  করা হয়। 

৩। জয় দে (৭৭), পিতা কালীপদ দে, মাতাঃ পূর্ণিমা দে, সাং পূর্ব দাশড়া, থানা ও জেলা মানিকগঞ্জকে পূর্ব দাশড়া এলাকাস্থ যোগানন্দ আশ্রমের পিছনে বাগানের মধ্যে হেরোইন সেবনরত অবস্থায় ১.৫(একটা দশমিক পাঁচ) গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার  করা হয়। 

৪। বাসুদেব সরকার (৫১), পিতা মৃত ক্ষিতিশ চন্দ্র সরকার, মাতাঃ মৃত মিনু রানী সরকার, সাং পূর্ব দাশড়া, থানা ও জেলা মানিকগঞ্জকে পূর্ব দাশড়া এলাকাস্থ যোগানন্দ আশ্রমের পিছনে বাগানের মধ্যে হেরোইন সেবনরত অবস্থায় ০১(এক) গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার  করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে 

 ০১নং আসামী মোঃ তারেক মিয়া (৪১)কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- (একশত) টাকা অর্থদন্ড,  

০২ নং আসামী  দেওয়ান মঞ্জুর আলম @ মিল্টন (৪০)কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- (একশত) টাকা অর্থদণ্ড। 

০৩ নং আসামী জয় দে (২৭) কে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  ১০০/- (একশত) টাকা অর্থদন্ড এবং ০৪নং আসামী বাসুদেব সরকার (৫১) কে ০৩ (তিন)মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 



ডাউনলোড
প্রকাশের তারিখ
05/02/2024
আর্কাইভ তারিখ
30/06/2024