অভিযান ও মামলা সংক্রান্ত তথ্যঃ
০১ । খান শরীফ আজমীর (৩০), গ্রেফতার, পিতা আবুল বাশার খান , মাতা মিনা আহম্মেদ, হাল সাং পশ্চিম দাশড়া, বাসা নং ০৭ চাঁন মিয়া লেন, শহীদ রফিক সড়ক, ওয়ার্ড নং ০৬, মানিকগঞ্জ পৌরসভা, থানা ও জেলা মানিকগঞ্জ । স্থায়ী সাং পূর্ব দাশড়া হোল্ডিং নং ৬১৩, ওয়ার্ড নং ০৫ মানিকগঞ্জ পৌরসভা ,থানা ও জেলা মানিকগঞ্জকে চাঁন মিয়া লেন এলাকা হতে ০৮ ( আট) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয় । আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৪ তারিখ ০৫/০১/২৫ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে মানিকগঞ্জ সদর থানায় রাত্রী কালিন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে ।
-------------
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস