Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৪/১২/২০২৩ অভিযান: ০৪ টি মামলা- ০১টি আসামী ০২ জন। আলামত :ইয়াবা ট্যাবলেট : ১০২ ( এক শত দুই) পিস।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মোঃ রাজু আহমেদ ওরফে কিরণ  (৩৮), পিতা আব্দুল মান্নান, মাতা আনায়ারা বেগম,  সাং ওয়াইজনগর,ওয়ার্ড নং ১, ইউপি চান্দহর,পোস্ট চান্দহর,থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জকে    তার বসতঘরে অবস্হানরত অবস্হায়    তার দেহ ও বসতঘর তল্লাসী করে ৭০পিস ইয়াবা  ট্যাবলেট   উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার  করা হয়েছে।  একই বসতঘরে অবস্থানরত  ২ নংআসামীর দেহ তল্লাসী করে ৩২ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়  । 

০২ নং  আসামীর নাম ও ঠিকানা : মোঃ আরিফ (৩৯),পিতা মোঃ আলতাফ , মাতা আরজোদা আক্তার,সাং ওয়াইজনগর, ওয়ার্ড নং০১, ইউ পি চান্দহর  থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জ 

আসামিদের বিরুদ্ধে   সিংগাইর    থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।    সিংগাইর থানার  মামলা নং  ০৪, তারিখ ০৪/১২/২৩। 

গ্রেফতারকৃত আাসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  



ডাউনলোড
প্রকাশের তারিখ
04/12/2023
আর্কাইভ তারিখ
31/03/2024