গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চলে আসামি মো: আলমগীর হোসেন(৪৩) ( গ্রেফতার), পিতা- মৃত আজিজ , মাতা- আনোয়ারা বেগম সাং- ভাটারা, ওয়ার্ড ০৫ , ইউ পি + পো : বালিয়াটি, থানা সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ।
০২ নং আসামি সুজন চন্দ্র কর্মকার ওরফে সুজা (৪২), পিতা মৃত অর্জুন চন্দ্র কর্মকার , মাতা মৃত অরুনা রানী কর্মকার, সাং তে বাড়িয়া, ওয়ার্ড নং ০৮, ইউ পি দড়গ্রাম। থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ ০১ নং ক্রমিকে বর্ণিত আসামীর বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাসী করে ১২ (বার) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।
এবং ০২ নং ক্রমিকে বর্ণিত আসামীর নিজ দখলিয় বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাসী করে ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত আসামীদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । ০১ নং ক্রমিকে বর্ণিত আসামী আলমগীর এর বিরুদ্ধে মামলা নং- ০৪ তারিখঃ ০৪/০৯/২০২৪। এবং ০২ নং ক্রমিকে বর্ণিত আসামী সুজন এর বিরুদ্ধে মামলা মং ০৩ তারিখ ০৪/০৯/২৪# গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস