Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৪/০৩/২০২৫ অভিযান: ০৫টি # মামলা- ০২টি আসামী ০২জন # আলামতঃ ১। গাঁজা ০১ কেজি। ২। হেরোইন ০২ গ্রাম।
বিস্তারিত

 

# নিয়মিত মামলার আসামীর বিবরণ : 

০১ । মোঃ রমজান আলী (৫২), পিতা মোঃ বাচ্চু মিয়া , মাতা৷ সুফিয়া খাতুন , সাং পশ্চিম দাশড়া , ওয়ার্ড নং ০৬, মানিকগঞ্জ পৌরসভা , থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তারবসতঘর হতে তাকে আটক পূর্বক বসত ঘর তল্লাশী করে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয় । আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৭, তারিখ ০৪/০৩/২৫। 

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । 


মোবাইল কোর্ট মামলা সংক্রান্ত তথ্য: 

২। মোঃ দিপু মিয়া (৩২), পিতা মো: কুরজত মিয়া মাতা আন্না বেগম, সাং পশ্চিম দাশড়া, ওয়ার্ড নং ০৬ মানিকগঞ্জ পৌরসভা, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে পশ্চিম দাশড়া লঞ্চঘাট এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিক্তা খাতুন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।দন্ডিত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।  

 -------------

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/03/2025
আর্কাইভ তারিখ
28/02/2026