মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ,মানিকগঞ্জ কর্তৃক অভিযানতালি আসামি ১। মোঃ ফরহাদ হোসেন (৩৩) (পলাতক), পিতা- মোঃ আব্দুস সামাদ, মাতা- মৃত বায়লা বেগম, সাং- কলাপাড়া, ওয়ার্ড নং-০১, ইউ/পি- বাল্লা, পোষ্টঃ মালুচী, থানাঃ হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ। আসামী মোঃ ফরহাদ হোসেন (৩৩) এর নিজ দখলীয় বসতঘর সাক্ষীদের এবং আসামীর স্ত্রী কল্পনা খাতুন এর সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে বসতঘরের পূ্র্বপাশের কক্ষের ভিতর দক্ষিণ পাশে রক্ষিত মিডসেফ এর ভিতর নীচের তাকে একটি সিনথেটিক বাজারের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা ৫০০ (পাঁচশত) গ্রাম সময় সকাল ০৯:৩০ ঘটিকায় জব্দপূর্বক আসামির বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, মামলা নং-০২/২০; তারিখঃ ০৪/০৩/২০২৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস