Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৪/০২/২০২৪অভিযান: ০৫টি (নিয়মিত)মামলা- ০২টি (নিয়মিত-১, মোবাইল কোর্ট -১ )আসামী ০২ জন ( গ্রেফতার ০১পলাতক-০১) আলামত : ১। ইয়াবা ট্যাবলেট ২০ পিস। ২। গাঁজা-২০০(দুইশত) গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি  ১। মোঃ  মামুন (২৩)  পিতা আওলাদ হোসেন ওরফে ওমর, মাতা মমতাজ বেগম, সাং কলাশী, ওয়ার্ড নং ০৪, ভাড়া রিয়া ইউনিয়ন, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ এর বসতঘর তল্লাশী করে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০(একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । ঘেরাওকালিন সময়ে সরকারী লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে পলাতক আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা  হয়েছে, মামলা নং ১০; তারিখ: ০৪/০২/২০২৪ ইং।  

২।  আল মুনসুর প্রান্তিক (২২), পিতা মৃত আল মুনসুর পারভেজ, মাতাঃ হালিমা পারভেজ, সাং- পশ্চিম বান্দুটিয়া, থানা ও জেলা মানিকগঞ্জকে তাহার নিজ দখলীয় বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১০০(একশত) গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ০৩ ( তিন) মাসের বিনাশ্রম  কারাদণ্ড ও ২০০/- (দুই শত) টাকা অর্থদন্ড  করা হয় । 


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/02/2024
আর্কাইভ তারিখ
31/05/2024