বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মৌসুমী আক্তার (৩৫) , স্বামী আব্দুর রাজ্জাক, মাতা শেফালী বেগম, পিতা-মৃত কোরবান আলী শেখ, বর্তমান সাং পশ্চিম বান্দুটিয়া, (আফাজ উদ্দিন এর বাড়ি ভাড়াটিয়া) থানা ও জেলা- মানিকগঞ্জ। স্হায়ী সাং উত্তর দৌলতদিয়া পোড়া ভিটা, ইউপি দৌলতদিয়া,থানা গোয়ালন্দ ঘাট, জেলা রাজবাড়ীকে তার ভাড়াকৃত বসতঘর হতে ২০ বিশ)গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০৫, তারিখ ০৩/১২/২০২৩ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২। মো: হানিফ দেওয়ান( ৩৪) , পিতা-মৃত এলমেছ দেওয়ান , সাং পশ্চিম বান্দুটিয়া, থানা ও জেলা- মানিকগঞ্জকে তাহার নিজ দলীয় বসতঘর হতে হেরোইন সেবনরত অবস্থায় ০২ ( দুই) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ ( তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/- টাকা টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
৩। মোঃ আল-আমিন (২৩), পিতা মোঃ বিনদ মিয়া , সাং দক্ষিণ উথলি,ইউপি গড়পাড়া, থানা ও জেলা মানিকগঞ্জ কে তার বসতঘর হতে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ ( তিন ) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/- টাকা টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
৪ । রাজ রায় (২২),পিতা দিলীপ কুমার রায় , সাং পূর্ব দাসরা কালি খোলা, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর তল্লাশি করে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ০৩ ( তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস