গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চলে আসামি মোঃ বুলবুল(৩৮) ( গ্রেফতার), পিতা- মৃত কয়েদ আলী , মাতা- মিনু বেগম সাং- দক্ষিন গুরু সেওতা, ওয়ার্ড ০৭ , ইউ পি পুটাইল, পোঃ লেমুবাড়ী, থানা ও জেলা- মানিকগঞ্জ।আসামীর নিজ দখলিয় বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাসী করে ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে যাহা মামলা নং- ০৯ তারিখঃ ০৩/০৯/২০২৪।