গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মো: ইমাম হোসেন(২৮) পিতা- মোঃ খলিলুর রহমান মাতা জাহানারা বেগম সাং বড়াই, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামি মো: তৈয়ব আলী(৩৯) পিতা আাব্দুল বারেক , মাতা- ফুলজান বেগম সাং নারাংগাই , থানা-ও , জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ থানাধীন নারাংগাই এলাকাস্হ জুঁইনা বেগমের কাঠবাগান হতে ০২ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি মো: সহিদ(৪০) পিতা আব্দুল বারেক , মাতা ফুলজান বেগম , সাং নারাংগাই, থানা ও জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ থানাধীন নারাংগাই জরিন বেগম এর কাঠ বাগান হতে ০২ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি মো: রাসেল(৩৫), পিতা আব্দুল বাতেন হালিমা বেগম, সাং নারাংগাই থানা ও জেলা মানিকগঞ্জকে তর বসতঘর হতে ০২ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি মো: শাকিল আহমেদ(২৪) পিতা মোঃ আবুল হোসেন , মাতা হামেলা বেগম, সাং চর গড়পাড়া , থানাও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত আসামী মোঃ ইমাম হোসেন, মোঃ তৈয়ব আলী, মোঃ সহিদ,ও মোঃ রাসেল প্রত্যেককে ০৬মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট(১০০+১০০+১০০+১০০)৪০০/-( চারশত) টাকা অর্থদণ্ড করা হয়। এবং আসামী মোঃ শাকিল আহমেদকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস