বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি (১)হাওয়া বেগম (৩১ ) স্বামী মোঃ জাহাংগীর আলম, পিতা জয়নাল হাজারী, ,মাতা মৃত রহিমা বেগম সাং মহাদেবপুর , ওয়ার্ড নং ০৭, ইউ পি মহাদেবপুর, থানা শিবালয় , জেলা মানিকগঞ্জ এর বসতঘরে অবস্হানরত অবস্হায় তার বসঘর তল্লাশী করে ৫০০ গ্রাম গাঁজ সহ তাকে গ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, মামলা নং০২ তারিখ ০৩/০৪/২৪। আসামি (২) মোঃ ইমরান (২৫), পিতা মোঃ হাবিল মিয়া, মাতা হাসনা বেগম সাং পশ্চিম সেওতা, ওয়ার্ড নং ০১, মানিকগঞ্জ পৌরসভা, থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর অবস্হান রত অবস্হায় তার দেহ তল্লাসী করে বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন ০৬ অ্যাম্পুল সহ তাকে গ্রেফতার করা হয় আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ০৫ তারিখ : ০৩/০৪/২০২৪ ইং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস