বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। দুলাল বেপারী (৪০), পিতা মজিবুর রহমান পীর, মাতা আলেয়া বেগম, সাং জয়মন্টপ বেপারী পাড়া, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতঘর হতে ৯০ ( নব্বই) লিটার চোলাইমদ অ্যালকোহল) সহ গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যাহার নম্বর -০২; তারিখ - ০২/১১/২০২৩। ২। আনোয়ার হোসেন ওরফে আনার কসাই (৪৩), পিতা মৃত আমির হোসেন, মাতা আহের জান বেগম ওরফে চানবরু, সাং জায়গীর উত্তরপাড়া, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ২০০( দুইশত ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যাহার নম্বর -০৩ তারিখ - ০২/১১/২০২৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস