বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী মোঃ আশিক খান ওরফে রনি(৪৩) ( পলাতক), পিতা- মৃত রফিক খান , মাতা- আলেয়া খানম, সাং- মুলজান, ওয়ার্ড ০৪ , ইউ পি দিঘী, থানা ও জেলা- মানিকগঞ্জ।আসামীর নিজ দখলিয় বসতঘর তল্লাশী করে পশ্চিম পাশের কক্ষে রক্ষিত কাঠের শো কেসের ডান পাশোর ড্রয়ার হতে ৭০০( সাতশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সময় আসামী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।