বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি (১) মাহাবুব ইসলাম ওরফে শিশির (২২), পলাতক, পিতা- মো: সামাউন , মাতা- নাসরিন আক্তার , সাং রামদিয়া, হোল্ডিং নং ৪০৩ , ওয়ার্ড নং ০৫ ইউ পি বেতিলা মিতরা থানা ও জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতঘর তল্লাসী করে ০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনার সময় পলায়ন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬ তারিখ:০২ /০৪/২৩ ইং আসামি (২) মোঃ ফারুক হোসেন(৪৮), পিতা মৃত মকবুল হোসেন, মাতা মৃত আমেনা বেগম, সাং দিঘী, ওয়ার্ড নং০৯, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে , মামলা নং ০৫, তারিখ ০২/০৫/২০২৪ ইং।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি (৩) মোঃ রাকিব দেওয়ান (২৮), পিতা- মৃত আজিজ দেওয়ান, মাতা মতিয়া বেগম , সাং বেতিলা মিতরা থানা ও জেলা মানিকগঞ্জকে গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মো: রাকিব দেওয়ানকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/-( দুইশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস