Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০২/০১/২০২৩ অভিযান: ০৭ টি মামলা- ০৩ টি আসামী ০৪ জন। আলামত : ১। হেরোইন -২১(একুশ) গ্রাম। ২। ইয়াবা ট্যাবলেট (৫৬+০৫)=৬১( একষট্টি) পিস।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। বিশ্বজিৎ সূত্রধর (২২), ,পিতা মৃত ভুট্টু সূত্রধর, মাতা -ঝর্ণা রানী সূত্রধর , সাং সাতানী , ওয়ার্ড নং-০৬, ইউপি- ভাড়ারিয়া , থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে দন্ডায়মান অবস্থায় তার দেহ তল্লাশি করে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। ০২। একই বসতঘরে অবস্থানরত অপর আসামী মোঃ মিন্টু মিয়া (৪৪), পিতা আইয়ুব আলী ,  মাতা মৃত রোকেয়া বেগম,  সাং- বাগিয়া, ওয়ার্ড নং ০২, ইউপি- ভাড়ারিয়া, থানা ও জেলা মানিকগঞ্জকে ১নং আসামী বিশ্বজিৎ সূত্রধর এর বসতঘরে দন্ডায়মান অবস্থায় তার  দেহ তল্লাসী করে ০৬(ছয়) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়। উপরোক্ত দুইজন আসামীর নিকট থেকে সর্বমোট ২১ (একুশ) গ্রাম হেরোইন উদ্ধার করে তাহাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০২, তারিখঃ ০২/০১/২০২৪

 ৩।  জয়দেব সাহা (২৩),পিতা জলধর চন্দ্র সাহা, মাতা -সবিতা রানী সাহা , সাং  মতলবপুর, ওয়ার্ড নং-০৬, ইউপি- ভাড়ারিয়া , থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।  ৩ নং আসামির বিরুদ্ধে   মানিকগঞ্জ থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।    মানিকগঞ্জ থানার  মামলা নং- ০৩ ; তারিখ-০২/০১/২৪। 

৪। মোঃ হাছিব (২২), পিতা আবুল কাশেম , মাতাঃ আমেনা বেগম,  সাং সাতানী , সাং সাতানী , ওয়ার্ড নং-০৬, ইউপি- ভাড়ারিয়া , থানা ও জেলা মানিকগঞ্জকে সাতাশী গ্রামস্থ সুবোধ সূত্রধর এর বাড়ির উত্তর পাশে কাঠ বাগানের ভিতর হতে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ০৫(পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/-(দুইশত) টাকা অর্থদন্ড  করা হয় । 


 #  মানিকগঞ্জ সদর

  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব  আসমা উল হুসনা কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম  কারাদণ্ড ও ২০০/- (দুইশত) টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।   



ডাউনলোড
প্রকাশের তারিখ
02/01/2024
আর্কাইভ তারিখ
29/06/2024