গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী অমিত সুত্রধর(২৬), গ্রেফতার, পিতা নিতাই সুত্রধর , মাতা রুমা রাণী সুত্রধর , সাং ঘিওর, ওয়ার্ড নং ০৬, ইউ পি, পোঃ ঘিওর, থানা ঘিওর , জেলা মানিকগঞ্জ। অভিযান পরিচালনা করে তার বসতঘর তল্লাসী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ঘিওর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১, তারিখ ০১/১২/২৪। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে ঘিওর থানা রাত্রীকালিন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে ।
মোবাইল কোর্টের আসামীর তথ্য:
আসামি অনিক কুমারশীল (২২), পিতা অনন্ত শীল, মাতা কল্পনা রানী শীল, সাং কুস্তা,ইউ পি, পোঃ ঘিওর, থানা ঘিওর , জেলা মানিকগঞ্জকে ঘিওর বাজার এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়েছে । ঘিওর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুরজাহান আক্তার সাথী কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- অর্থ দন্ড করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ৪০/২০২৪, তারিখ ০১/১২/২০২৪। সাজা প্রাপ্ত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস