Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০১/১১/২০২৩ অভিযান: ০৯ টি,মামলা ০৪ ট আসামী: ০৪ জন আলামত : গাঁজা = ৫২০ (পাঁচশত কুড়ি) গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী মোঃ কাউসার আহমেদ (২১), পিতা- মোঃ ফজর আলী, মাতা- কাকলী বেগম,  সাং পূর্ব দাশড়া, থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১৫০  গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়। ০২। আসামি  সবুজ দাস (৩৬), পিতা- লক্ষী নারায়ণ দাস, মাতা- অঞ্জনা রানী দাস,  সাং পূর্ব দাশড়া, থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

৩।  শুভ দাস (২৩), পিতা- তাপস চন্দ্র দাস , মাতা- সারতিস দাস,  সাং পূর্ব দাশড়া, থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১২০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

৪।  সরকার অনিক@ নিক্কি(২৭) পিতা- সরকার পরিতোষ , মাতা- অর্চনা রানী সরকার,  সাং পূর্ব দাশড়া কালিখোলা, থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/11/2023
আর্কাইভ তারিখ
30/04/2024