বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যা এলাকার মানিকগঞ্জ কর্তৃক অভিযান চলে আসামি মোঃ আরিফুল ইসলাম ওরফে রোমিও আরিফ ( ৩৯) ( গ্রেফতার ), পিতা- মৃত হাসমত আলী, মাতা- জাহানারা বেগম , সাং- পশ্চিম চর তিল্লী , ওয়ার্ড ৷ ০৫ ইউপি তিল্লী, পোঃ তিল্লী, থানা সাটুরিয়া, , জেলা- মানিকগঞ্জ। আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাসী করে ৬০ ( ষাট) পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২, তারিখ ০১/০৮/২৪ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
একইদিন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে আসামি
১। ছায়ন (৩১), পিতা মোঃ মজিবর রহমান মাতা- বেদেনা বেগম , সাং পাঞ্জন খাড়া, থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। মবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ ( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ /(একশত ) টাকা অর্থদণ্ড করা হয়।