বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মোঃ হাসান আলী (২২), পিতা- হোসেন আলী বেপারী, মাতা- ছালমা বেগম, সাং উচুটিয়া, থানা ও জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতঘরে গাঁজা সেবনরত অবস্হায় ১১০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। আসামি (২) পরশ আলী দেওয়ান (২২), পিতা- মো: হানিফ আলী দেওয়ান , মাতা হালিমা বেগম , সাং বেতিলা, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি (৩) মোঃ মিনহাজ মিয়া (২৮), মোঃ আব্দুল আওয়াল, মাতা- সুফিয়া বেগম, সাং রাইল্যা, থানা- সাটুরিয়া, জেলা মানিকগঞ্জকে সদর থানাধীন বাংগালা গ্রামস্থ মোঃ লোকমান হোসেনের দোকানের পিছনে ফাঁকা জায়গায় বসে হেরোইন সেবনরত অবস্হায় ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ০৩(তিন) জন আসামীর প্রত্যেককে ০৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৯০০/-(নয়শত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস