বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মোঃ সেলিম মিয়া (৪৪), ,পিতা হাবিব মিয়া মাতা রুবি বেগম , সাং বড় সরুন্ডী , থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে অবস্থায় তার দেহ তল্লাশি করে,১০০গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
২। মো: মান্নান মোল্লা(৪২),পিতা মৃত শুকুর আলী মোল্লা , মাতা চন্দ্রবান বেগম , সাং কাফাটিয়া , থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে ইয়াবা সেবনরত অবস্হায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়
৩। মোঃ ইব্রাহিম হোসেন (৩৭) পিতা মৃত আব্দুল গনি (পাখি) মাতাঃনুরজাহান বেগম সাং ১৫৮,পশ্চিম সেওতা, থানা ও জেলা মানিকগঞ্জকে গাঁজা সেবনরত অবস্থায় ১০০গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ০১ নং আসামী মো: সেলিম মিয়াকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/ টাকা অর্থদন্ড, ০২ নং আসামী মো: মান্নান মোল্লাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৫০০/ টাকা অর্থদণ্ড এবং ০৩ নং আসামি মোঃ ইব্রাহিম হোসেনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০/ অর্থ দন্ড প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস