অভিযান ও মামলা সংক্রান্ত তথ্যঃ
# নিয়মিত মামলার আসামীদের বিবরণ :
০১ । মোঃ রজ্জব হোসেন (৩২), গ্রেফতার, পিতা মৃত রুহুল আমিন , মাতা ফাতেমা বেগম , সাং আজিমপুর , ওয়ার্ড নং ০৪ সিংগাইর পৌরসভা ,থানা সিংগাইর , জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ সদর থানাধীন দেড় গ্রাম এলাকাস্থ মোঃ মাসুদ রানার বাড়ির পশ্চিম পাশ হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয় । আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২, তারিখ ০১/০১/২৫ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে মানিকগঞ্জ সদর থানায় রাত্রী কালিন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে ।
-------------
২। । তামিম খান ( ২৮), গ্রেফতার, পিতা- রমিজ খান , মাতা- শাহনাজ পারভীন সাং কেটিং চর , ওয়ার্ড ০৯, ইউ পি জয়মন্টপ , পোঃ জয়মন্টপ ,থানা সিংগাইর জেলা মানিকগঞ্জকে কেটিং চর ব্রিজের পূর্ব পাশে রাস্তার উপর হতে আটক পূর্বক দেহ তল্লাসী করে ২৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ০২ তারিখ ০১/০১/২৫। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্বে সিংগাইর থানায় রাত্রকালীন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস