অভিযান ও মামলা সংক্রান্ত তথ্যঃ
# মোবাইল কোর্টের তথ্য বিবরণ :
০১। মোঃ আমিনুর হোসেন (৩৫), গ্রেফতার, পিতা আলী হোসেন, , মাতা নবিরন বেগম , সাং দক্ষিণ চারিগ্রাম। , ওয়ার্ড নং ০৯ ইউ পি চারিগ্রাম ,থানা সিংগাইর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয় । আসামীর বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়েছে। মামলা নং ১০/২৫ তারিখ ২৭/০২/২৫
২। জীবন হোসেন(৩৪)
পিতা কামাল উদ্দিন
জমেলা বেগম, সাং দক্ষিন জামশা, ওয়ার্ড নং ০৬, ইউ,পি জামশা, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মামলা নং ১১/২৫ তারিখ ২৭/০২/২৫
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুর রহমান কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামি মোঃ আমিনুর হোসেনকে ০৪( চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আসামী জীবন হোসেন কে ০৩ ( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ২০০/অর্থদন্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস