বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১।মোঃ জনি মিয়া (২৫) ,পিতা মোঃ বিল্টু মিয়া, মাতা মমতাজ বেগম, সাং চর বেউথ, থানা ও জেলা মানিকগঞ্জকে বেউথা মোড় এলাকা হতে আটক পূর্বক দেহ তল্লাশী করে ০৭ গ্রাম হেরোইন সহ সহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৬, তারিখ ২৪/০৩/২৪ ইং। আসামীকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। আসামি (২) পলাশ সুত্রধর (৩২) পিতা দুলাল সুত্রধর, মাতা মনিকা রানী সুত্রধর, সাং বেতিলা, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।আসামি (৩) মোঃ ইসমাঈল (৬০), পিতা: মৃত দবির উদ্দিন, মাতা রমেনা বেগম, সাং মেহেন্দি বাগ, থানা ও জেলা মানিকগঞ্জ কে নারাংগাই এলাকায় তার ভাড়াকৃত বসতঘর হতে বু প্রেনরফিনযুক্ত কুপিজেশিক ইনজেকশন ০২ অ্যাম্পুল সহ গ্রেফতার করা হয়। আসামী পলাশ সুত্রধর কে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ও ২০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং আসামী মোঃ ইসমাঈলকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস