মামলা সংক্রান্ত তথ্য
১। মোঃ মান্নান মোড়ল (২৩) , পিতা মোঃ মোজাম মোড়ল , মাতা : মৃত মনোরা পারভীন সাং পারুলিয়া, পোঃ পারুলিয়া, থানা দেবহাটাকে মানিকগঞ্জ সদর থানাধীন মানোরা এলাকাস্হ মানিকগঞ্জ সদর উপজেলা জামে মসজিদের দক্ষিণ পাশে ফাকা জায়গা হতে গাঁজা সেবনরত অবস্হায় গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয় । মোবাইল কোর্ট মামলা নং ১৪৭/২৪ তারিখ: ১৮/১২/২৪ উপজেলা নির্বাহী অফিসার মানিকগঞ্জ সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মেজবাহ উল সাবেরিন কর্তৃকমোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
# মোবাইল কোর্টে দন্ডিত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস