আসামিদের বিবরণ:
১। মোঃ ফারুক হোসেন (৩৯), পিতা : মোঃ তারা মিয়া , মাতা : সুরিয়া বেগম সাং পশ্চিম নাথরা , থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জকে বাইতরা এলাকাস্হ ডায়না ০৩ নং ইটভাটা হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয় মোবাইল কোর্ট মামলা নং ১৩৫/২৪ তারিখ: ০৯/১২/২৪
২। মোঃ বাবুল মিয়া (৩৮) পিতা- মৃত রোস্তম মিয়া মাতা :আমেনা বেগম সাং আইরমারা থানা: মানিকগঞ্জ সদর,জেলা মানিকগঞ্জকে বাইতারা এলাকাস্থ ডায়না ০৩ নং ইটভাটা হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয় । মোবাইল কোর্ট মামলা নং ১৩৬/২৪। তারিখ০৯ /১২/২৪।
৩।মোঃ হাশেম মিয়া (৪০) , পিতা : মৃত সফিউদ্দিন, মাতা: মনোয়ারা বেগম, সাং মধ্য মিতরা ,,থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে বাইতরা এলাকাস্থ ডায়না ০৩ নং ইটভাটা হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মামলা নং১৩৭/২৪, তারিখ : ০৯/১০২/২৪ ইং।
৪। মোঃ আলামিন(২৮), পিতা মৃত মকছেদ আলী, মাতা সখিনা বেগম, সাং পশ্চিম দাশড়া, থানা জেলা মানিকগঞ্জকে পশ্চিম দাসড়া এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৩৮/২৪, তারিখ ০৯/১২/২৪।
৫। মোঃ রিয়াজ হাসান(২২), পিতা মোঃ চাঁন মিয়া, মাতা মিনু বেগম, সাং বড়সুরুন্ডি, থানা ও জেলা মানিকগঞ্জকে পশ্চিম দাশড়া এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৩৯/২৪ তারিখ ০৯/১২/২৪
উপজেলা নির্বাহী অফিসার মানিকগঞ্জ সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মেজবাহ -উল - সাবেরিন কর্তৃক
মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট (৩০০+৩০০+৩০০+৩০০+৩০০) = ১৫০০/ টাকা অর্থদণ্ড করা হয়।
# মোবাইল কোর্টে দন্ডিত আসামীদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস