Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ :০৯/১০/২০২৪ অভিযান: ০৬টি মামলা- ০৩টি আসামী ০৩জন, আলামত : ১। হেরোইন ০২ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০ পিস। গাঁজা ১০০ গ্রাম।
বিস্তারিত

গোপন তথ্যের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী  মোঃ  সাদ্দাম হোসেন (২২)  ,  পিতা ফরশেদ মাতা :  সাহেরা বেগম  সাং পূর্ব মিতরা,  থানা   মানিকগঞ্জ সদর   জেলা মানিকগঞ্জকে তার বসতঘর  হতে  ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।    তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়  ।  মোবাইল কোর্ট  মামলা নং ১০৭/২৪ তারিখ: ০৯/১০/২৪

আসামি  মোঃ  মনির হোসেন  (৩৬)   পিতা-   মোঃ  হারুন শেখ মাতা : মরিয়ম বেগম  সাং    চান্দরা, থানা: মানিকগঞ্জ সদর,জেলা মানিকগঞ্জকে   তার বসতঘর হতে ০২ গ্রাম   হেরোইন  সহ তাকে গ্রেফতার করা হয়। আসামের বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়  । মোবাইল কোর্ট  মামলা  নং ১০৮/২৪।  তারিখ ০৯/১০/২৪। 

আসামি ধীরেন চন্দ্র রাজবংশী  (৬৭), পিতা : মৃত মনমোহন  রাজবংশী , মাতা: বুড়ি রাজবংশী  সাং উকিয়ারা,,থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে  ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মামলা নং১০৯/২৪, তারিখ : ০৯/১০/২৪ ইং।  উপজেলা নির্বাহী অফিসার  মানিকগঞ্জ  সদর  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  কর্তৃকমোবাইল কোর্টের মাধ্যমে   আসামী মোঃ সাদ্দাম হোসেন কে   ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও ৪০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আসামী মোঃ মনির হোসেনকে০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০০/-অর্থদন্ড প্রদান করা হয়।  এবং আসামী ধীরেন চন্দ্র রাজবংশীকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়। 



ডাউনলোড
প্রকাশের তারিখ
09/10/2024
আর্কাইভ তারিখ
29/11/2025