Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ :০৫ /০৩/২০২৫ অভিযান: ০৮টি মামলা- ০৫টি আসামী ০৫জন আলামতঃ ১। গাঁজা ৫০০ গ্রাম। ২। হেরোইন ২০ গ্রাম।৩। ইয়াবা ট্যাবলেট ৩০ পিস।
বিস্তারিত


# নিয়মিত মামলার আসামীদের বিবরণ : 

১। মোঃ রুবেল (৩৬), পিতা মোঃ কুতুবউদ্দিন , মাতা মাজেদা বেগম, সাং উত্তর পুটাইল ,ওয়ার্ড নং ০৬, ইউ,পি : পুটাইল , পোঃ লেমুবাড়ী, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ৫০০ ( পাঁচশত ) গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়েছে । আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ০৮,তারিখ ০৫/০৩/২৫। 

২। মান্নান মোল্লা (৪৫), পিতা মৃত শুকুর আলী মোল্লা, মাতা চন্দ্রবানু বেগম, সাং কাফাটিয়া, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ২০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ০৯, তারিখ ০৫/০৩/২৫ ইং। 

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। 

 

মোবাইল কোর্টের মামলা সংক্রান্ত তথ্যঃ

৩। মোঃ মতিয়ার রহমান (৩৩), পিতা আব্দুল জব্বার, মাতা নাছিমা বেগম, সাং চর শিমুলিয়া থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে কাফাটিয়া এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়। মামলা নং ১৪/২৫ তারিখ ০৫/০৩/২৫ ইং। 


০৪। মোঃ মিজান (৩১), মোঃ জমশের আলী, মাতা খতেজান বেগম, সাং ধল্লা, থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে কাফাটিয়া এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়, মামলা নং১৫/২৫ তারিখ ০৫/০৩/২৫ ইং। 


৫। সোহেল ইমতিয়াজ (২৮), পিতা মৃত শুকুর আলী, মাতা মঞ্জুয়ারা, সাং কাফাটিয়া, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে কাফাটিয়া এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মামলা নং ১৬/২৫, তারিখ ০৫/০৩/২৫ ইং। 


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জনাব শেখ মেজবাহ - উল- সাবেরিন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ মতিয়ার রহমান কে ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/ অর্থদণ্ড প্রদান করা হয় । আসামি মোঃ মিজান কে ০৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও২০০/অর্থদণ্ড প্রদান করা হয় এবং আসামি সোহেল ইমতিয়াজ কে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/ অর্থদণ্ড প্রদান করা হয়। 


মোবাইল কোর্টের আসামিদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/03/2025
আর্কাইভ তারিখ
28/02/2026