Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ ২২/১০/২০২৪ অভিযান: ০৫টি মামলা- ০২টি , আসামী ০২জন। আলামত : গাঁজা ০৫ গ্রাম।হেরোইন ০২ গ্রাম।
বিস্তারিত

গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী ১। মোঃসজিব শাহ  (২৬)  ,  পিতা মোঃ তুফান আলী, মাতা : আলেয়া বেগম  সাং মেঘ শিমুল, ওয়ার্ড  নং ০১,   ইউ পি জাগীর, থানা মানিকগঞ্জ সদর ,  জেলা মানিকগঞ্জকে তার বসতঘর  হতে   ০৫ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।    তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়  ।  মোবাইল কোর্ট  মামলা নং ৪৬/২৪ তারিখ:২২/১০/২৪

 আসামি  মোঃ সুলতান (৪০)   পিতা-   মোঃ  মোতাহার হোসেন,মাতা জবেদা বেগম    সাং   নবগ্রাম, ওয়ার্ড  নং ০২, মানিকগঞ্জ  পৌরসভা,  থানা: মানিকগঞ্জ সদর,জেলা মানিকগঞ্জকে   নবগ্রান আয়েশা আবেদ ফাউন্ডেশনের  সামনে  পাকা রাস্তার পাশে হতে ০২ গ্রাম হেরোইন   সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়  । মোবাইল কোর্ট  মামলা  নং ৪৭/২৪।  তারিখ ২২/১০/২৪। সহকারী কমিশনার  ( ভূমি)  সদর  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সদর কর্তৃকমোবাইল কোর্টের মাধ্যমে   আসামী মোঃ সজিব শাহ  কে   ০৩মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও ১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আসামী মোঃ সুলতান কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-অর্থদন্ড প্রদান করা হয়।  অর্থদণ্ড  প্রদান করা হয়। 



ডাউনলোড
প্রকাশের তারিখ
22/10/2024
আর্কাইভ তারিখ
28/02/2026