তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত, জেলা কার্যালয, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১।মো:লিটন মিয়া (৩৪) ,পিতা মৃত দেলোয়ার হোসেন, মাতা আনোয়ারা বেগম সাং পাছ বারইল, ইউপি নবগ্রাম, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ কে তার বসতঘরে অবস্হানরত অবস্হায় আটক পুর্বক দেহ ও বসতঘর তল্লাশী করে ১২ ( বার) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১ , তারিখ ০৬/১১/২০২৩ খ্রিঃ। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২।মোঃ পলাশ মিয়া (২৪),পিতা মোঃ শুকুর মিয়া, মাতা হুসনে আরা বেগম,সাং পাছবারইল, ইউপি নবগ্রাম, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসত ঘরে হেরোইন সেবনরত অবস্থায় ০৩ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/টাকা অর্থদণ্ড করা হয়।
৩। মো: রাকিব (২২), পিতা মোঃ শুকুর আলী , মাতা হুসনে আরা বেগম, সাং পাছবারইল,ইউপি নবগ্রাম, থানা মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ কে তার বসত ঘরে হেরোইন সেবনরত অবস্থায় ০২ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে, ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/টাকা অর্থদণ্ড করা হয়।
৪। রানা(২২),পিতা মৃত আব্দুর রাজ্জাক, মাতা আলোকি বেগম, সাং ছোট বারইল,ইউপি নবগ্রাম থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ কে তার বসত ঘর হতে হেরোইন সেবনরত অবস্থায় ০৩ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০/ টাকা অর্থদণ্ড করা হয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস