Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখঃ ০৮/০২/২০২৪ অভিযান: ০৫টি মামলা- ০২টি আসামী ০২ জন আলামত: গাঁজা-০১( এক) কেজি।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি  ১। আসলাম মিয়া ওরফে ইয়াদ আলী (৩৯), পিতা মৃত জয়নাল মিয়া, মাতা মৃত জবেদা খাতুন, সাং-চর হিজুলী, ওয়ার্ড নং ০৪,  মানিকগঞ্জ পৌরসভা, থানা ও জেলা- মানিকগঞ্জকে তাহার বসতঘরে আটকপূর্বক আসামীর দেহ ও তার বসতঘর তল্লাশী করে আসামীর বসত ঘরের মধ্যে উত্তর পাশে থাকা কাঠের মিটসেফের নিচের তাকে রক্ষিত একটি প্লাস্টিকের বাজার ব্যাগের মধ্যে ৫০০( পাঁচশত ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১৭; তারিখ: ০৮/০২/২০২৪ ইং।

 ২। মোঃ তাসিন মিয়া (২২), পিতা মৃত নুরুল ইসলাম, মাতা মিনু বেগম, সাং-চর হিজুলী, ওয়ার্ড নং ০৪,  মানিকগঞ্জ পৌরসভা, থানা ও জেলা- মানিকগঞ্জকে তাহার বসতঘরে আটকপূর্বক আসামীর দেহ ও তার বসতঘর তল্লাশী করে আসামীর ডানহাতে ধরা অবস্থায় একটি প্লাস্টিকের বাজার ব্যাগের মধ্যে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।  এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১৮; তারিখ: ০৮/০২/২০২৪ ইং।

 


ডাউনলোড
প্রকাশের তারিখ
08/02/2024
আর্কাইভ তারিখ
31/07/2024