গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মোঃ তন্ময় মোল্লা( ২৩) ( গ্রেফতার), পিতা- মৃত জহিরুল ইসলাম , মাতা- তাসমিন নাহার, সাং- কান্দা পৌলী ওয়ার্ড ০৭ মানিকগঞ্জ পৌরসভা, থানা ও জেলা- মানিকগঞ্জ। আসামি ২। মোঃ রুস্তম আলী (৩৫), পিতা মৃত মঞ্জুর আলম,মাতা সূর্য্যভানু , সাং পুরান পৌলী ওয়ার্ড নং ০৭, মানিকগঞ্জ পৌরসভা থানা ও জেলা মানিকগঞ্জ। ০১ নং আসামীর বসতঘরে অবস্হানরত অবস্হায় ০১ নং আসামী তন্ময় মোল্লা দেহ তল্লাসী করে ০৭ গ্রাম হেরোইন ও ০২ নং আসাৃীর দেহ তল্লাসীকরে ০৬ গ্রাম হেরোইন সর্বমোট ১৩ গ্রাম হেরোইন সহ তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ১৮ তারিখ ২৫/০৮/২০২৪ । আসামি ০৩। মোঃ লিটন মিয়া (৪২). পিতা মৃত আক্কাস আলী, মাতা সবুর জান সাং মেঘশিমুল, ওয়ার্ড নং ০৫ ইউ পি জাগীর, থানা ও জেলা মানিকগঞ্জ
আসামি ০৪। মোঃ রবিজুল ইসলাম(৪০) পিতা মৃত মিনহাজ উদ্দীন, মাতা জয়গন বেগম, সাং দেড়গ্রাম, ওয়ার্ড নং০৩, ইউ পি জাগীর, থানা ও জেলা মানিকগঞ্জকে জাগীর হাইস্কুল এলাকা হতে তাদেরকে আটক পূর্বক মোঃ লিটন এর দেহ তল্লাসীকরে ০৩ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন উদ্ধার করা হয় এবং মোঃ রবিজুল ইসলাম কে আটক পূর্বক দেহ তল্লাসী করে ০৩ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ১৯, তারিখ ২৫ /০৮/২৪ ইং। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরনের নিমিত্তে মানিকগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস