বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মোঃ মনির হোসেন ( ২৬), পিতা আকরম আলী, মাতা রুমা বেগম, সাং গঙ্গালালপুর, থানা সিংগাইর, জেলা- মানিকগঞ্জ কে তার দেহ ও বসতঘর তল্লাশী করে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । আসামীর বিরুদ্ধে সিংগাই থানা নিয়মিত মামলা দায়ের করা হয়। সিংগাইর থানার মামলা নম্বর ১৮, তারিখ ১৯/১২/২৩।
২। আলেয়া বেগম (২৮),স্বামী তোতা ঢালী ওরফে তোতা মিয়া , পিতা আনিস বেপারী, মাতা বছিরন বেগম ৩। মোঃ তোতা ঢালী ওরফে তোতা মিয়া( ৬২), পলাতক, পিতা মৃত হাকিম ঢালী, মাতা মৃত নুরজাহান বেগম সর্ব সাং চক চান্দহর , ইউ পি চান্দহর, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জ দ্বয়ের বসতঘর তল্লাসী করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়। আলেয়া বেগমের স্বামী মোঃ তোতা ঢালী ওরফে তোতা মিয়া পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদ্বয়ের বিরুদ্ধে সিংগাইর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।সিংগাইর থানার মামলা নং ১৯, তারিখঃ ১৯/১২/২৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস