বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি (১)এনামুর রহমান চৌধুরী ওরফে রাফসী (৩৩), পিতা- মোহাম্মদ আলী চৌধুরী , মাতা-রোজী চৌধুরী , সাং পূর্ব দাশড়া ( সিদ্দিক নগর) থানা ও জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতঘরে অবস্হারত অবস্হায় ২৩ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন সহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১, তারিখ: ১৭/০৪/২৩ ইং। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি ( ২)মোঃ মহিন (২৫), পিতা- মৃত রওশন আলী, মাতা শেফালী বেগম , সাং পশ্চিম দাশড়া , থানা ও জেলা মানিকগঞ্জকে পূর্ব দাশড়া পল্লী মংগল মাঠের পশ্চিম পাশে হতে ০২ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয় ।আসামি(৩)মহিবুর রহমান রাহুল(২০) মোঃ ফরিদ হোসেন, মাতা- চায়না বেগম, সাং চান্দিরচর থানা- মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে সদর থানাধীন চরবেউথা গাঙ রেস্টুরেন্ট এর পাশে ফাকা জায়গায় বসে হেরোইন সেবনরত অবস্হায় ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি (৪)মোঃ নবু হোসেন (২০), পিতা মোঃ ফারুক হোসেন, সাং বেউথা, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে চর বেউথা গাঙ রেস্টুরেন্টের পাশ হতে ০২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে ০৩(তিন) জন আসামীর প্রত্যেককে ০৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট(৩০০+২০০+২০০) ৭০০/-( সাতশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস