বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ,জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মো: আরিফুল ইসলাম রোমিও আরিফ (৩৯)পিতা মৃত হাসমত আলী ,মাতা জাহানারা বেগম সাং পশ্চিম চর তিল্লী, ওয়ার্ড নং ০৫ , ইউপি তিল্লী, থানা সাটুরিয়া , জেলা মানিকগঞ্জ এর বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাশী করে ৩৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, মামলা নং০২ তারিখ ০৬/০৩/২৪।
২। মোহাম্মদ মাসুদ রানা (৩৩), পিতা মোহাম্মদ জজ মিয়া, মাতা নাজমা বেগম সাং নাটুয়াবাড়ি ওয়ার্ড নং ০১, ইউপি ধামশ্বর থানা দৌলতপুর , জেলা মানিকগঞ্জকে মিতরা এলাকা হতে ৪০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয় আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১২ তারিখ : ০৬/০৪/২০২৪ ইং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস