বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী ১। মোঃ শিমুল ওরফে পাখি (৩৫), ,পিতা আতোয়ার রহমান , মাতা শিরিন আক্তার সাং চর বেউথা( কদমতলা), থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসত ঘরে অবস্থান রত অবস্হায় দেহ তল্লাশী করে ১২ গ্রাম হেরোইন সহ সহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ০১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং৩০, তারিখ ২০/০৩/২৪ ইং। আসামীকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে ২। মোঃ আমিনুর ইসলাম সবুজ (২০), পিতা মোঃ খোরশেদ আলম, মাতা জোসনা বেগম, সাং চর বেউথা, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে হেরোইন সেবনরত অবস্হায় ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ও ৩০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস