Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ, তারিখ :০৩/১০/২০২৩ # অভিযান: ০ ৫ টি, মামলা ০২টি, আসামী: ০২জন, আলামত : গাঁজা ২৫০ গ্রাম
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,মানিকগঞ্জ কর্তৃক ০৩/১০/২৩ তারিখ অভিযান চালিয়ে আসামী। মোঃ আতিকুর (৩৫), পিতা সিরাজুল ইসলাম, মাতা আনোয়ারা বেগম, গ্রাম সন্তোষপুর, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসত ঘর হতে  গাঁজা সেবনরত  অবস্থায় ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে  গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩(  তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও  ৩০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।  এবং আসামি মোহাম্মদ কাজেম উদ্দিন(৪০) পিতা মৃত সুখুমুদ্দিন  মাতা রোকসানা বেগম, গ্রাম : সন সিংগা  কেওরজানি,,থানা ও জেলা মানিকগঞ্জ কে তার বসত ঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়, মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
03/10/2023
আর্কাইভ তারিখ
31/12/2023