বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,মানিকগঞ্জ কর্তৃক ০২/১০/২৩ তারিখ অভিযান চালিয়ে আসামী১। মোঃ করম দেওয়ান(৩৩), পিতা- মৃত উকিল দেওয়ান ওরফে আবদুল হক, মাতাঃ নুরজাহান বেগম, সাং গোলড়া, কামতা, থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ কে তার বসতঘর হতে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে যাহার নম্বর-০৬; ২। মোঃ সিরাজ শাই (৮০), পিতা মৃত হাজিল চৌকিদার, মাতা-মৃত চানবানু, সাং মধ্য গোলড়া, থানা- সাটুরিয়া,জেলা- মানিকগঞ্জকে তাহার বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্হায় ১২৫ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস