বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,মানিকগঞ্জ কর্তৃক ০১/১০/২৩ তারিখ অভিযান চালিয়ে আসামী মোঃ লিটন আলী (৩৫) , পিতা মোঃ আদালত মিয়া , মাতা ছাফেলা বেগম , সাং পাঞ্জনখাড়া , ওয়ার্ড নং-০৪, ইউপিঃ গড়পাড়া , থানা ও জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতবাড়ির দক্ষিণ পাশে ধলেশ্বরী নদীর পাড়ে বসে ইয়াবা সেবনরত অবস্থায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৫( পাঁচ) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস