# নিয়মিত মামলার আসামীর বিবরণ :
০১ । মোঃ মানিক মিয়া (৩৭), পিতা মৃত-মুন্নাব দেওয়ান, মাতা জামিরন নেছা, সাং- দাশের হাটি, ওয়ার্ড নং-০১, ইউপি+পোস্ট- চারিগ্রাম, থানা- সিংগাইর জেলা মানিকগঞ্জ এর বসতঘর তল্লাসী করে ৫০( পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । আসামীর বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩০, তারিখ- ২৮/০৫/২০২৫
মোবাইল কোর্টের মামলা সংক্রান্ত তথ্যঃ
১। মোঃ সোহেল (৩৮), পিতা মৃত- রফিক, মাতা- সোনা বান বেগম, সাং- চর উলাইল, ওয়ার্ড নং-০১, পোস্ট- ধল্লা, ইউপি ধল্লা, থানা-সিংগাইর, জেলা- মানিকগঞ্জকে তার বসত ঘর হতে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়। মামলা নং ২২/২৫ তারিখ ২৮/০৫/২৫ ইং।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিংগাইর জনাব এস,এম, আব্দুল্লাহ বিন শফিক মহোদয় কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামি মোঃ সোহেল (৩৮) কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের আসামিকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস