#মামলা সংক্রান্ত তথ্যাদিঃ
# নিয়মিত মামলার আসামীর বিবরণঃ-
*** সিংগাইর থানার মামলা নং-৩৪; তারিখ- ২৮/০৬/২০২৫ ইং।
০১ । আসামীর নামঃ মোঃ ইসহাক (৪৮) (গ্রেপ্তার), পিতা মৃত- ইসমাইল, মাতা- আয়েশা বেগম, সাং- সাহেবগঞ্জ, ওয়ার্ড নং- ০১, পোঃ বাংলা বাজার, ইউপি- নয়নশ্রী, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা। ঘটনাস্থল: সিংগাইর থানাধীন দক্ষিণ জামশা বাজার রোডস্থ "জুনায়েদ টাইলস এন্ড সেনিটারি" নামীয় দোকানের সামনে রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী মোঃ ইসহাক (৪৮) এর দেহ তল্লাশি করে বর্ণিত আলামত উদ্ধার ও জব্দ করা হয়।
*** আসামিকে অদ্য ২৮/০৬/২০২৫ ইং তারিখ রাত্রিতে সিংগাইর থানার নিরাপদ হেফাজত খানায় রাখা হয়েছে। আগামীকাল ২৯/৬/২০২৫ ইং তারিখ যথাসময়ে সিংগাইর থানার থানা স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস