Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
#ডিএনসি, মানিকগঞ্জ তারিখ :০৮/১০/২০২৩ অভিযান: ০৫টি, মামলা ০২টি আসামী: ০২জন আলামত : ১। গাঁজা ১০০ গ্রাম ২। হেরোইন ০২ গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি  ০১।সুফল  রাজবংশী (৩০), পিতা নেপাল রাজবংশী , মাতা দিপালী রাজবংশী,  সাং কৈতরা, থানা ও জেলা মানিকগঞ্জকে তার  ভাড়াকৃত বসত ঘর হতে  গাঁজা সেবনরত  অবস্থায় ১০০ গ্রাম গাঁজা সহ তাকে  গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩(  তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও  ৫০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।  এবং  আসামি আব্দুর রাজ্জাক (৩৫) পিতা শহিদুল ইসলাম, মাতা মমতাজ বেগম, সাং বড় কালিয়া কৈর, থানা সিংগাইর,  জেলা মানিকগঞ্জ কে কৈতরা বাজার কার্তিক শীল এর দোকানের পিছনে বাঁশ বাগানের বিতর হতে হেরোইন  সেবনরত অবস্থায় ০২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়, মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০১ বছরের  বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। 



ডাউনলোড
প্রকাশের তারিখ
08/10/2023
আর্কাইভ তারিখ
31/01/2024