১৪/১০/২০২৩ বিকাল ৩.৩০ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর, গ্রামের ভাটবাউর যুব সংঘের উদ্যোগে 'মাদক যেখানে প্রতিরোধ সেখানে ' স্লোগান সম্বলিত আলোচনা সভা, ও মাদকবিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ এর উপপরিচালক জনাব মোঃ হামিমুর রশীদ , এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ, শিক্ষক ও সাংবাদিকসহ সকল কর্মজীবী মানুষ। প্রধান অতিথি তার বক্তব্য কালে মাননীয় প্রধানমন্ত্রীর মিশন ও ভীষণ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, এবং প্রতিটি গ্রামে গ্রামে এরকম মাদকবিরোধী সংগঠন গড়ে তোলার জন্য আহ্বান জানান এবং যারা যারা মাদক মাদক ব্যবসার সাথে জড়িত আছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য নাম ঠিকানা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জকে সহায়তা করার জন্য আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি অনুষ্ঠানটি উদ্বোধন করেন পরে তিনি পথচারীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস